“বাংলাদেশ অনলাইন এক্টিভিটিজ ফোরাম” এর বিজনেস ও সার্ভিস সমূহ
ইকমার্স বিজনেস
ফোরামের প্রত্যেক মেম্বার ফেইসবুকে একটি বিজনেস পেইজ তৈরি করে ইকমার্স বিজনেস করতে পারবেন। ইকমার্স বিজনেসের জন্য ফোরামে প্রায় ১ হাজারেও বেশী প্রোডাক্ট সার্পোট দেয়া হচ্ছে পাইকারী দমে। মেম্বারগণকে প্রোডাক্ট এর জন্য অগ্রিম টাকা দিতে হবে না, শুধু তার ফেইসবুকের পেইজ দিয়ে প্রোডাক্ট এর অর্ডার সংগ্রহ করবে, অর্ডার আসলে ফোরামকে জনাবে, ফোরাম থেকে সেই অর্ডার অনুযায়ী পণ্য পাঠিয়ে দেয়া হবে অর্ডারকারীর ঠিকানায়। অর্ডারকারী পণ্য রিসিভ করে পেমেন্ট করবে, সেই পেমেন্ট থেকে পাইকারী দাম কেটে রেখে বাকি সম্পূর্ন প্রফিট মেম্বারের একাউন্টে পাঠিনো হবে। এই ভাবে যে যত পণ্য বিক্রি করবে তত লাভ হবে।
আইটি বিজনেস
ফোরামের প্রত্যেক মেম্বার আইটি বিজনেস করতে পারবে কোন প্রকার ইনভেস্ট ছাড়া। মেম্বারদের নিজস্ব কোন অফিস লাগবে না, কোন লোক নিয়োগ দিতে হবে না, বাসায় বসেই সে চাইলে অনলাইন আইটি বিজনেসের সাপোর্ট দিতে পারে। এখন হাজার হাজার ছেলে মেয়ে এই ভাবে আইটি বিজনেস করছে। মেম্বারগণ তার এলাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, এপস তৈরির অর্ডার নিতে পারে, আর সেই অর্ডাকৃত ওয়েবসাইট বা এপস ফোরামের আইটি স্পেশালিস্টগণ তৈরি করে দিবে, এখন থেকে মেম্বারগণ ভালো আয় করার সযোগ রয়েছে।
আউটর্সোসিং ইনকাম
ফোরামের মেম্বারগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আউটসোর্সিং ইনকাম করতে পারবে। মেম্বারগণ ফ্রিতে প্রায় ৯০০+ ট্রেনিং ভিডিও পাবে, যা দেখে দেখে সে বাড়িতে বসেই বিভিন্ন ধরনের ট্রেনিং গ্রহন করে আউটর্সোসিং ইনকাম করতে পারে। বর্তমানে বিভিন্ন মার্কেট প্লেস থেকে হাজার হাজার ডলার ইনকাম করার সুযাগ রয়েছে। এই বিষয়ে আমাদের ফোরামের পেইজে বিস্তারিত দেয়া আছে।
ডিলারশীপ বিজনেস
দেশে অনেক গুলো ব্রেন্ডের প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, তার পরেও প্রতি নিয়ত নতুন নতুন কোম্পানী বাজারে আসছে, তাদের পণ্যের গুনগত মানও ভালো কিন্তু সারা দেশ ব্যাপী তাদের মার্কেটিং টিম নাই। ফোরামের পক্ষ থেকে এই ধরনের কোম্পানীর সাথে যোগাযোগ করা হচ্ছে আর তাদের পণ্য সারা দেশে পাইকারী বিক্রি করার জন্য কাজ করে যাচ্ছে। ফোরামের মেম্বারগণ ১/২ হাজার টাকার যে কোন পণ্য নিয়ে তার এলাকায় দোকানে দোকানে পাইকারী বিক্রি করতে পারবে তার পাশাপাশি মেম্বারগণ খুচরাও সেল করতে পারবে। মেম্বারগণ তার ইচ্ছা মতো প্রোডাক্ট নিয়ে ডিলারশীপ বিজনেস করতে পারবে। মেম্বারগণ অর্ডার করলে ফোরামের পক্ষ থেকে সেই মোতাবেক মালামাল কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে।
কুরিয়ার বিজনেস
Safety Courier Services Ltd এর পরিচালনার জন্য প্রতিটি জেলা ও উপজেলায় ০১জন করে এজেন্ট ও একাধিক সাব-এজেন্ট নেয়া হচ্ছে। “বাংলাদেশ অনলাইন এক্টিভিটিজ ফোরাম” এর মেম্বারদের এজেন্ট বা সাব-এজেন্ট এর জন্য অগ্রাধিকার দেয়া হবে। মেম্বারগণ চাইলে তার এরিয়া বা জেলা বা উপজেলায় একটি অফিস রুম ভাড়া নিয়ে চালু করতে পারে কুরিয়ার বিজনেস।
হেলিকপ্টার ভাড়া
Starland Helicopter Services একটি হেলিকপ্টার সার্ভিস প্রোভাইডার। যে কোন অনুষ্ঠানের জন্য হেলিকপ্টার ভাড়া দেয়া হয় যেমন- পারিবারিক ভ্রমন, বিয়ে, শুটিং, লিফলেট বিতরন ও ওয়াজ-মাহফিল। “বাংলাদেশ অনলাইন এক্টিভিটিজ ফোরাম” এর সকল মেম্বারগণ কোন প্রকার ইনভেস্ট ছাড়াই হেলিকপ্টার ভাড়া নিয়ে বিজনেস করতে পারেন।
জিঙ্গাসাজানার আছে অনেক কিছু
“বাংলাদেশ অনলাইন এক্টিভিটিজ ফোরাম” এর কার্যক্রম ও মেম্বারশীপের বিষয়ে আপনাদের জানা ও অজানা কয়েকটি প্রশ্ন-উত্তর-
আপনি আমাদের ফোরামের “ফাউন্ডার পার্টনার” এর সহযোগীতায় মেম্বার হবেন। যদি আপনার পরিচিত আমাদের কোন ফাউন্ডার পার্টনার না থাকে তাহলে আপনি সরাসরি আমাদের ফেইসবুক পেইজের মেসেজ বক্সে যোগাযোগ করে মেম্বার হতে পারবেন।
আপনি আমাদের ফোরামের মেম্বার হলে আপনাকে একটি কোর্ড নাম্বার দেয়া হবে, সেই কোর্ড নাম্বার উল্লেখ করে আমাদের ফেইসবুক পেইজের মেসেজ বক্সে যোগাযোগ করবেন, সেখান থেকেই নির্দেশনা দিয়ে দেয়া হবে অথবা আমাদের যে কোন একজন ফাউন্ডার পার্টনার আপনাকে নির্দেশনা দিবেন।
আপনি যখন মেম্বার হবেন তখন আপনার সাথে আমাদের সার্বক্ষনিক যোগাযোগ থাকবে, আপনি চাইলে আমাদের ফেইসবুক পেইজে মেসেজ করে আপ৪নার প্রোডাক্ট এর অর্ডার করবেন এবং আপনার অর্ডার মোতাবেক ফোরাম থেকে আপনার ঠিকানায় পণ্য কুরিয়ার বা ট্রান্সপোটের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।
আপনি ফোরামের মেম্বার হওয়ার পরে আপনার ইমেইলে সকল ট্রেনিং ভিডিও এর টিউটোরিয়াল লিংক সেন্ট করে দেয়া হবে। আপনি অনায়াশেই সেই লিংকে গিয়ে সকল ট্রেনিং ভিডিও আপনি আপনার সুবিধা যে কোন সময়ে দেখতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন।
আপনি ফোরামে মেম্বার হওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটে আপনাকে একটি মেম্বারশীপ লগইন এক্সেস দেয়া হবে, সেই লগইন এক্সস দিয়ে লগইন করে আপনার যাবতীয় আয়ের ইনফরমেশন পাবেন।
আমাদের কাছে আপনার কিছু জানার থাকলে. জিঙ্গাস করুন